img

উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়া বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম নির্বাচনী প্রচারে নামছেন।সিংহ প্রতীক নিয়ে বুধবার থেকেই তার ভোটের প্রচার শুরু করার কথা।প্রার্থিতা ফিরে পাওয়ার পর হাইকোর্টের আদেশের কপি মঙ্গলবার নির্বাচন কমিশনে জমা দেন হিরো আলম।

এসময় তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) রাতেই বগুড়ায় চলে যাব। বুধবার থেকে প্রচার শুরু করব। আমার আর তর সইতেছে না।’প্রচার শুরু করেছেন কিনা জানতে বিকাল ৩ টায় হিরো আলমের মুঠোফোনে ফোন করা হলে তিনি লাইনটি কেটে দেন।মঙ্গলবার হিরো আলম জানান, ঢাকায় তার আর কোনো কাজ নেই। মঙ্গলবার সকালে হাইকোর্ট মাজার জিয়ারত করেছেন।পরে সন্ধ্যায় ইসিতে গিয়েছেন।

হিরো আলম বলেন, বগুড়ায় ফিরে প্রথমে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে পছন্দের সিংহ প্রতীক নেব। এরপর নন্দীগ্রাম উপজেলা ও পরে কাহালু উপজেলায় মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করব।

এই বিভাগের আরও খবর