img

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে চেলসি কোচ সারি বলেছিলেন, ম্যান সিটিকে হারানোর সূত্র তার জানা নেই। সেটি যে কেবলই লোক দেখানো ছিল তা বোঝা গেল স্টামফোর্ড ব্রিজে। ঘরের মাঠে অপ্রতিরোধ্য ম্যান সিটিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে গার্দিওলা বাহিনীকে প্রথম হারের স্বাদ দিল চেলসি।

প্রিমিয়ার লিগে গার্দিওলার অধীনে ৯টি হারের ভেতর ৩টিই আসলো চেলসির বিপক্ষে। আগের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে হারে বেশ চাপে ছিলেন চেলসি বস সারি। সিটিকে হারিয়ে সবকিছুর জবাব যেন দিয়ে দিলেন এক নিমিষেই।

ম্যাচে শুরু থেকে নিজেদের চিরাচরিত স্টাইল বল দখল নিয়ে খেলতে থাকে সিটি। প্রথমার্ধে চারটি সুযোগ পেলেও একটিও কাজে লাগাতে পারেনি তারা। উলটো প্রথমার্ধের শেষ মিনিটি এডিন হ্যাজার্ডের ক্রসে চেলসিকে এগিয়ে দেন এঙ্গলো কন্তে। মৌসুমে কন্তের এটি দ্বিতীয় গোল।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হিয়ে খেলতে থাকে সিটিজেনরা। স্ট্রাইকার আগুয়েরোর ইনজুরি বেশ ভুগিয়েছে দলটিকে। ৪৮ মিনিটে উইলিয়ানের ফ্রি কিক দারুণভাবে ঝাঁপিয়ে রুখে দেন সিটি গোলরক্ষক এডারসন।

গোলের তেমন সুযোগ করতে না পারার দরুণ ৭৮ মিনিটে আবারো এগিয়ে যায় চেলসি। এডিন হাজার্ডের কর্নার থেকে লাফিয়ে হেডে গোল করে চেলসিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দাভিদ লুইজ।

ম্যাচের অন্তিম মুহূর্তে হেসুস বুলেট গতির শট নিলেও তা গোলের দেখা পায়নি। ফলে লিগে এবারের মৌসুমে প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা। লিগে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো ম্যান সিটি। দিনের অন্য ম্যাচে লিভারপুল ৪-০ ব্যবধানে বোর্নমাউথকে হারানোয় লিগের শীর্ষে উঠে গেছে অলরেডরা।

এই বিভাগের আরও খবর