img

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের দল গণফোরামকে ৭টি আসন দিয়েছে বিএনপি। শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

গণফোরামের যে সকল প্রার্থীরা নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়বেন তারা হলেন, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালিকুজ্জামান, হবিগঞ্জ-২ আসনে রেজা কিবরিয়া, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইদ, কুড়িগ্রাম-৫ আসনে আমছা আমিন, মৌলভীবাজার-২ সুলতান মনসুর।

২০ দলীয় জোটের অন্যতম শরিক কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) পাঁচটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এছাড়া শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমকে দেওয়া হয়েছে চট্টগ্রাম-৫ আসন।

এলডিপিকে যে পাঁচটি আসন ছেড়ে দেয়া হয়েছে সেগুলো হলো, চট্টগ্রাম ৭ ও ১৪, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-১ এবং ময়মনসিংহ-১০।

এর মধ্যে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ লড়বেন চট্টগ্রাম ১৪ আসন থেকে, চট্টগ্রাম ৭ আসন থেকে নির্বাচন করবেন এলডিপি নেতা নুরুল আলম। এছাড়া লক্ষ্মীপুর ১ আসনের এলডিপির প্রার্থী দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, কুমিল্লা ৭ আসনে নির্বাচনে দাঁড়াচ্ছেন মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং ময়মনসিংহ ১০ আসনে এলডিপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহবুব মোরশেদ। 

এছাড়া জোটের আরেক শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমকে দেওয়া হয়েছে চট্টগ্রাম-৫ আসন।

এছাড়া মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আ স ম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পেয়েছে ৫টি করে আসন।  

জেএসডির মনোনয়নপ্রাপ্তরা হলেন-লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন ও ঢাকা-১৮ আসনে শহিদুল উদ্দিন মাহমুদ স্বপন, শরিয়তপুর-১ আসনে নূরুল ইসলাম। কিশোরগঞ্জ-৩ আসনেও জেএসডির প্রার্থী লড়বেন বলে জানানো হয়েছে। তবে তার নাম ঘোষণা করা হয়নি। জেএসডির প্রার্থীরাও ধানের শীষ প্রতীকে লড়বেন।

এই বিভাগের আরও খবর