img

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান ও নজরদারিতে বাজারে নিষিদ্ধ ঘোষিত ভোজ্য তেলের বিপণন বন্ধ হয়েছে।

ভোজ্য তেলের উৎপাদন ও বাজারজাতকরণে নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধে গত ৩ ও ৪ ডিসেম্বর বিএসটিআইসহ রাজধানীর কয়েকটি বাজারে পৃথক দুটি অভিযান চালায় দুদক।

দুদকের সহকারী পরিচালক মোছা. সেলিনা আখতার মনি ও উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়।

দুদক জানায়, বাংলাদেশে ভোজ্য তেল উৎপাদনকারী/মোড়কজাতকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৬২টি। এর মধ্যে বৈধ লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮টি এবং প্রক্রিয়াধীন রয়েছে ৩টি। মজোলা ও মদিনা ব্র্যান্ডের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। এর মধ্যে নানা অভিযোগে ১২টি প্রতিষ্ঠানের ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড হচ্ছে : জোনাকী, শাপলা, মক্কা, টাইটানিক, রানী, টুডে, ডলফিন, নীল, মজিল, সানরাইজ, পিউস, তৃপ্তি, রনি, শক্তি প্লাস, গোল্ডেন। কিন্তু বিএসটিআই কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলেও বাজার থেকে এসব প্রতিষ্ঠানের উৎপাদিত ভোজ্য তেল প্রত্যাহার বা জব্দ করার কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থায় দুদকের দুটি দল গতকাল শান্তিনগর, কারওয়ান বাজার ও সেগুনবাগিচা এলাকার সুপারস্টোরগুলোতে অভিযান চালায়। এতে দেখা যায়, বাজারে নিষিদ্ধ ঘোষিত তেলের বিপণন বন্ধ হয়েছে।

এই বিভাগের আরও খবর