img

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিটের চূড়ান্ত চুক্তি নিয়ে উভয় পক্ষ বেশ উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক এই বলে সতর্ক করেছে, চুক্তিহীন ব্রেক্সিটের কারণে ব্রিটেনে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। বিবিসি।

বুধবার এক প্রতিবেদনে বৃটেনের কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্রেক্সিট নিয়ে যদি কোন সমঝোতাচুক্তি না হয়, তাহলে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের মূল্য হ্রাস পেতে পারে। এমনকি পাউন্ডের মূল্য ২৫ভাগ পর্যন্ত কমে যেতে পারে। এর প্রভাবে আগামী বছরের প্রথম ৩ মাসেই দেশটির জিডিপি অন্তত ৮ভাগ কমে যেতে পারে। এতো আশংকার মধ্যেও বৃটিশ ব্যাংক ভালো যে খবর দিয়েছে, তা হলো অর্থপূর্ণ ব্রেক্সিট ব্রিটেনকে সকল অর্থনৈতিক সমস্যার উর্ধ্বে রাখবে।
সূত্র: আমাদের সময়

এই বিভাগের আরও খবর