img

অবশেষে তিন মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন  আলোকচিত্রী শহিদুল আলম। মঙ্গলবার (২০ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার মাহাবুবুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দেন হাইকোর্ট। জামিনের কপি কারাগারে পৌঁছে দেন শহিদুলের আইনজীবী। অন্যদিকে এ রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে প্রতীক্ষায় ছিলেন তার স্ত্রী রেহনুমা আহমেদ, স্বজন ও আইনজীবীরা। কিন্তু মুক্তি মিলছিল না।

সন্ধ্যায় গণমাধ্যমকে ঢাকার জেলার মাহবুবুল আলম জানান, শহিদুল আলমের জামিনের যে কাগজপত্র তাদের কাছে এসেছিল, তার ঠিকানার সাথে জেলখানায় থাকা ঠিকানার কোনো মিল নেই। এজন্য সংশ্লিষ্ট আদালতে তা সংশোধনের জন্য পাঠানো হয়।

তিনি জানান, রাতে সংশোধিত নথি আসার পর তা যাচাই করে রাত সাড়ে ৮টার দিকে শহিদুল আলমকে ছেড়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর