img

জুনে এশিয়া কাপ জেতার পর আয়ারল্যান্ডকে তাদের মাটিতেই সিরিজ হারায় সালমা খাতুনের দল। জুলাইয়ে নেদারল্যান্ডসে দাপুটে ক্রিকেট খেলে বাছাইপর্বের সবগুলো ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের মূল পর্বে খেলতে ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেই দ্বীপপুঞ্জে পা রেখেছিল বাংলাদেশ। প্রত্যাশা ছিল গ্রুপ পর্বে ভালোই করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু বিশ্বকাপে সান্ত্বনার জয়ও পায়নি বাংলাদেশ।

উইন্ডিজের কাছে ৬০ রানের বড় হারের মধ্য দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে শুরুই করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাত উইকেটের হার সঙ্গী হয় বাংলাদেশের। নিজেদের তৃতীয় ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি সালমা খাতুনের দল। ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ রানে হারায় খালি হাতেই ফিরতে হচ্ছে সালমা-জাহানারা-রুমানাদের।

এই বিভাগের আরও খবর