সরকারি হলো আরও ১৬টি মাধ্যমিক স্কুল
নির্বাচনের তফসিল ঘোষণার পরও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার কাজ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দেশের আরও ১৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সরকারি হওয়া বিদ্যালয়গুলো হলো মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয়, নোয়াখালীর সুবর্ণচরের শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জের তাড়াশ বালিকা উচ্চবিদ্যালয়, নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজ, সুনামগঞ্জের সাল্লার গোবিন্দচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়, দিরাই বালিকা উচ্চবিদ্যালয়, মানিকগঞ্জের সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়, কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চবিদ্যালয়, জামালপুরের সরিষাবাড়ী পাইলট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ), কুমিল্লার মেঘনার দৌলত হোসেন উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহীর তানোরের মুন্ডুমালা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহের তারাকান্দার বকশীমুল উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জের বাজিতপুর রাজ্জাকুন্নেছা (আর এন) পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কুষ্টিয়ার কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকেরা অন্যত্র বদলি হতে পারবেন না।