img

দেশে আবারও আগুন সন্ত্রাস সৃষ্টি হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন বানচালের চেষ্টা করে বিএনপি সফল হবে না। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।’

তিনি বলেছেন, ‘নির্বাচনের উৎসবমুখর পরিবেশ দেখে বিএনপির খারাপ লাগে। বিএনপির প্রতি অনুরোধ, নির্বাচন নিয়ে তারা যেন ষড়যন্ত্র না করে। ষড়যন্ত্র করেও পার পাবে না। কারণ তারা জনবিচ্ছিন্ন।’

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তিনি এসব কথা বলেন।  

বিএনপির সন্ত্রাসী কার্যকলাপ রুখে দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জনগণের প্রতি আহ্বান জানাই যেকোনও সন্ত্রাস, অগ্নি-সংযোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা (জনগণ) যেন যে কোনও সন্ত্রাসী কার্যকলাপ রুখে দেন।’ 

বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘তারা অগ্নি-সংযোগ করলো, সন্ত্রাসী কার্যকলাপ করলো আর উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিলো। দোষ চাপালো ছাত্রলীগের ওপর।’

তিনি বলেন, ‘আগুন সন্ত্রাস ছাড়া বিএনপি আর কিছু করতে পারে না। নির্বাচন যখন উৎসবমুখর হয় তখন তাদের খারাপ লাগে।’

তারপরও নির্বাচনে আসার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপিকে সাধুবাদ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই সঙ্গে জনগণকে তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাও ভালো। আমি চাই নির্বাচনটা হোক। মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে সেই পরিবেশটা থাক।… দেশবাসীকে আমি অনুরোধ জানাব, যে কোনো ধরনের সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ড তাদেরকে রুখে দাঁড়াতে হবে। ভোটের, গণতন্ত্রের ও সাংবাবিধানিক অধিকার রক্ষা করতে হবে। নেজন্য আমরা জনগণের পাশে আছি এবং সবসময় আমরা পাশে থাকব।’

শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভায় আরও উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, অধ্যাপক ড. আলাউদ্দীন, রশিদুল আলম, ড. আব্দুর রাজ্জাক ও ফারুক খান প্রমুখ। 

Sourse: ব্রেকিংনিউজ

এই বিভাগের আরও খবর