img

মার্কিন যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে হুঁশিয়ার করে রাশিয়া এক বার্তা পাঠায় ট্রাম্প প্রশাসনের কাছে। নিষেধাজ্ঞা আরোপের নতুন কোনও প্রচেষ্টা দেশ দুটির মধ্যকার ‘মারাত্মক জটিল’ করে তুলবে বলে দেশটি জানায়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র এখনও কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তা আমরা জানি না। কিন্তু আমরা এই বিষয়ে নিশ্চিত যে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ককে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে।

যুক্তরাজ্যে রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের হত্যা প্রচেষ্টার জের ধরে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইঙ্গিত দেয়। কিন্তু তাদের একক নিষেধাজ্ঞাকে ‘বেআইনি’ বলে প্রত্যাখ্যান কর হবে বলে তিনি যুক্ত করেন। 

এই বিভাগের আরও খবর