১০০ করলেন মাহমুদুল্লাহ
জিম্বাবুয়েকে ফলো-অনে ফেলে গতকাল ২১৮ রানে এগিয়ে দিন শেষ করে বাংলাদেশ। চতুর্থ দিনে আজ শুরুতেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে করে বাংলাদেশ দল। দলীয় ১০ রানের মাথায় টপ অর্ডার ব্যাটসম্যান কে হারায় বাংলাদেশ।
ইমরুল কায়েস ৩, লিটন দাস ৬, এবং মমিনুল হক ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। গত ম্যাচে ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ফেরেন দলীয় ২৫ রানের মাথায়। ৭ রান করে আউট হন তিনি। তবে ফিফটি রানের পার্টনারশিপ গড়ে তোলেন মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ উল্লাহ রিয়াদ। ইতিমধ্যেই ৪৪২ রানের লিড পার করেছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ২২৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মিরাজ ২৭ এবং মোহাম্মদ উল্লাহ রিয়াদ ১০১ রান করে অপরাজিত রয়েছেন।আরিফুল ৫ এবং মিঠূণ ৬৭ রান করে আউট হন। দ্বিতীয় বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল করেছিলেন ১০১ রান।
গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুতে ব্র্যান্ডন চারি (৫৩) ও ব্র্যান্ডন টেইলরের ব্যাটে চড়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় জিম্বাবুয়ে। পরে টেইলরকে সঙ্গ দেন পিটার মুর (৮৩)।
এই মুরকে আউট করে জুটি ভাঙেন আরিফুল হক। কিছুক্ষণ পর সেঞ্চুরিয়ান টেইলরকে (১১০) বিদায় করে দেন মেহেদি হাসান মিরাজ। এক বল পরেই তার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ব্র্যান্ডন মাভুতা।
দিনের শেষ সেশনের একদম শেষ মুহূর্তে ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ইনিংস ৩০৪ রানেই থামিয়ে দিয়ে বাংলাদেশকে ২১৮ রানের লিড এনে দেন তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ের টেন্ডাই চাতারা ইনজুরির কারণে মাঠে নামতে না পারায় ১ উইকেট হাতে রেখেই ইনিংস শেষ করতে হয় জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ ৫২২ রান করে ইনিংস ঘোষণা করে। মুশফিকুর রহিম ২১৯ এবং মমিনুল হক ১৬১ রান করেন।