img

শেখ হাসিনা-এ ডটারস টেল’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প নয়, এটি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনার গল্প। ‘শেখ হাসিনা-এ ডটারস টেল’ চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উপলক্ষে আয়োজিত প্রেস মিটে এ কথা বলেন, চলচ্চিত্রটির নির্মাতা পিপলু খান।

আগামী ১৫ নভেম্বর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘শেখ হাসিনা-এ ডটারস টেল’ সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে এবং ১৬ নভেম্বর থেকে দেশের চারটি সিনেমা হলে সিনেমাটি একযোগে প্রদর্শিত হবে। হলগুলো হলো বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার, মতিঝিলের মধুমিতা সিনেমা হল এবং চট্রগ্রামের সিলভার স্ক্রিনে।

রাজনীতিবিদ আর রাষ্ট্রনায়কের অন্তরালে থাকা শেখ হাসিনার গল্প অনেকটাই অজানা; এক রাতেই বাবা-মা-ভাইদের হারিয়ে নির্বাসিত জীবনে বুকের গভীরে কষ্ট চেপে কীভাবে আবার ঘুরে দাঁড়ালেন তিনি; সেই সংগ্রামের কথা জানে খুব মানুষই।

শেখ হাসিনার সেই অজানা-অদেখা গল্পগুলোই ‘ আ ডটার’স টেল’ এর উপজীব্য বলে জানালেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস।

আগামী ১৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে এই গবেষণা প্রতিষ্ঠানটি। ১৫ নভেম্বর বৃহস্পতিবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হবে প্রিমিয়ার প্রদর্শনী।

প্রামাণ্যচিত্রটি নির্মাণের কারণ এবং নির্মাণ করতে গিয়ে নানা অভিজ্ঞতা নিয়ে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিটিউটে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন প্রযোজক সিআরআইর কর্মকর্তা সাব্বির ও নির্মাতা পিপলু খান।

সাব্বির বলেন, “আমরা শেখ হাসিনাকে বহুবার দেখেছি রাজনীতির মঞ্চে। তাকে হাসতে দেখেছি, কাঁদতে দেখেছি। কিন্তু কখনও দেখিনি একান্ত নিভৃতে একা মানুষটাকে; একটি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে।

“শেখ হাসিনার গল্পটা জানি না। পরিবারের সবাইকে হারিয়ে একা এতগুলো দিন সেই ভীষণ কষ্টের বোঝা একা বয়ে চলেছেন যিনি, তারও তো একটা গল্প আছে।  ডকুমেন্টারিতে সেই অদেখা মানুষটার অন্য জীবনের গল্প জানবে সবাই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোরিফাই করতে নয়। কোনো রাজনৈতিক বিষয়কে বিবেচনায় নিয়েও নয়, বরং একটি দেশের ইতিহাসের একটি সময়কে ৭০ মিনিটে তুলে আনতে চেষ্টা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর