img

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নকট ফল হস্তান্তর করেন সংশ্লিস্ট ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড. আকবর হোসাইন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, অধ্যাপক ড. লোকমান হোসেন, অধ্যাপক ড. মো. ময়নুল হক, অধ্যাপক ড. আশরাফুল আলম। জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মোট ১হাজার ৭০৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে মোট ৫৩৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাশের হার ৩১.৪৬ শতাংশ। ‘এ’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www. iu ac.bd) তে পাওয়া যাবে। উল্লেখ্য, গত ৪ নবেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩টি বিভাগের মোট ২৪০টি আসনে ১হাজার ৯৯৬ আসনের বিপরীতে ভর্তির আবেদন করেন। 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ