img

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে শনিবার পর্যন্ত কমপক্ষে ২৩ নিহত হয়েছেন। এই দাবানলের কারণে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন আরো দেড় লক্ষেরও বেশি মানুষ।

ক্যালিফোর্নিয়ার বন এবং অগ্নি – নিরোধক বিভাগের মুখপাত্র স্কট মেক্লিন বলেন, ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরের পার্শ্ববর্তী একটি পাহাড়ি এলাকা থেকে ওই ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানায় ক্যালিফোর্নিয়ার রাজধানী সাক্রামেন্টোর ৯০ কিলোমিটার উত্তরের ওই পাহাড়ি এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মেক্লিন জানায় মৃত দেহেগুলো খুব বাজে ভাবে পুরে যাওয়ায় তাদের সম্পর্কে কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।  শনিবার পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী এ দাবানলে ১৭৭ টি বাড়ি পুড়ে গেছে এবং ৮৩ হাজার জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজের বিষয়ে লস এঞ্জেলস কাউন্টি দমকল বাহিনীর প্রধান ডেরাইল অসবাই বলেন, আমদের দমকল কর্মীরা কিছু চরম এবং কঠিন আগুনের সম্মুখীন হয়েছে। আগুনের অবস্থা এমন ভয়াবহ যে তারা বলছে তারা জীবনেও এমন আগুন দেখেনি।

এই বিভাগের আরও খবর