তিন সপ্তাহ মাঠের বাইরে বার্সার কুতিনহো
হাতের চোট কাটিয়ে এখনো মাঠে নামা হয়নি বার্সেলোনা শিবিরের সেরা তারকা লিওনেল মেসির। এরই মধ্যই চোটে পরে মাঠের বাইরে চলে গেছেন কাতালান ক্লাবটির আক্রমণভাগের আরেক ফুটবলার ফিলিপ কুতিনহো।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবার তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কুতিনহোকে। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে ইন্টার মিলানের বিপক্ষে সবশেষ ম্যাচে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল বার্সা। ওই ম্যাচে উরুতে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা কুতিনহো। বৃহস্পতিবার পরীক্ষার পর তার বাঁ উরুতে চোট ধরা পড়ার কথা নিশ্চিত করেছে বার্সেলোনা।
সদ্য পাওয়া এ চোটের কারণে রোববার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারবেন না কুতিনহো। ক্লাব ছাড়াও তাকে পাচ্ছে না ব্রাজিল দল। আগামী ১৫ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচদিন পর প্রীতি ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই দুই ম্যাচে সেলেসাওদের হয়ে খেলতে পারবেন না কুতিনহো।
গত প্রায় এক বছরে বার্সেলোনাতে দারুণ মানিয়ে নিয়েছেন কুতিনহো। জানুয়ারিতে লিভারপুল থেকে ক্যাম্প ন্যুতে আসার পর বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। কাতালান ক্লাবটিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ১৫ গোল করেছেন কুতিনহো।