img

উইন্ডিজের বিপক্ষে সিরিজের শুরু থেকেই দলে থাকার প্রত্যাশায় তামিম ইকবাল। দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁহাতে কবজিতে ব্যাথা পান তামিম। সেই থেকে পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন দেশসেরা ওপেনার। গত মঙ্গলবার থেকে ব্যাটিং শুরু করেছেন। পুরো জোরে ব্যাটিং করছেন না অবশ্য। পেস আক্রমণ সামলানোর জন্য আরও কিছুদিনের অপেক্ষা করছেন। আপাতত স্পিন বোলিং আর থ্রো ডাউন খেলছেন। তিন নেট স্পিনারের সাথে নেটে তাকে নিয়মিত বোলিং করছেন ইলিয়াস সানী।

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট হারের পর গুঞ্জন শোনা যাচ্ছিল, তামিম ফিরবেন ঢাকা টেস্টে। কিন্তু সেরকম কোনো পরিকল্পনা নেই তার,‘আমি মনে করি আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে পুরোপুরি ফিট হতে পারব। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে চাচ্ছিলাম ঠিকই, কিন্তু এ চাওয়াটা ছিল তিন থেকে চার সপ্তাহ আগে। বর্তমান কন্ডিশন অনুযায়ী আমি এখনও তৈরি নই।’

এই বিভাগের আরও খবর