জিরোওয়ার ডেস্ক: | 07 November, 2018
দাবি না মানলে ‘আন্দোলনের দায়’ সরকারের: ফখরুল

সমস্যার সমাধানের জন্য জনগণের দাবি নিয়ে সরকারের কাছে গিয়েছিলাম। সেই দাবি না মানলে আন্দোলনের দায়ভার সরকারের বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে যাবো। জনগণের মাধ্যমেই আমাদের দাবি আদায় করবো। প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপের প্রতিক্রিয়ায় বুধবার (৭ নভেম্বর) বিকেলে বেইলি রোডের ড. কামাল হোসেনের বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।