জিরোওয়ার ডেস্ক: | 06 November, 2018
ওয়াসার পানি পরীক্ষায় হাইকোর্টের ৫ সদস্যের কমিটি

ওয়াসার সরবরাহকৃত পানি পরীক্ষার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই কমিটিকে পানি পরীক্ষা করো দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
ওয়াসার পানি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার তানভীর আহমেদ। আবেদনের পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন।