আসন বাড়াতেই সংলাপে যাবেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কয়টি আসন দেবেন? এটা জানতেই আমরা সংলাপে যাব। আমাদের কোনো দাবি দাওয়া নেই, কোনো দাবি নিয়েও সংলাপে যাবো না। শুধু জাতীয় পার্টির আসন বৃদ্ধি করতেই সংলাপে যাব।'
শনিবার বিকালে জামালপুরের ইসলামপুরে গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, 'সামনে এখন দু'টা দল; আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি শক্তিশালী হই, সংগঠিত হই, তাহলে আমরা এবার ক্ষমতায় যেতে পারব বলে আমার বিশ্বাস।'
জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, 'আপনাদের দাবিগুলো কোনোটাই মানার যোগ্য নয়। তাই আপনাদের সংলাপ ব্যর্থ হয়েছে।'
খালেদা জিয়ায় প্রতি ইঙ্গিত করে হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, 'আমাকে জেলে রাখলেন বিনা কারণে, বিনা দোষে। আমি ছয় বছর জেলে ছিলাম, আপনি এখন কোথায়? আপনি আর কোনো দিন জেল থেকে বের হতে পারবেন না। কারণ আপনি কোর্টের দ্বারা দোষী সাব্যস্ত হয়েছেন। আপনার ছেলে আর কোনো দিন দেশে আসতে পারবে না।'
তিনি আরো বলেন, জোর করে সিল মেরে নির্বাচিত হতে চাই না। কাউকে সিল মারতে দিবও না। প্রতিটি নেতাকর্মীদের অতন্ত্র প্রহরী হিসাবে প্রতিটি কেন্দ্রে পাহারা দিতে হবে।
দেশের মানুষ শংকায় রয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, যখন তখন খুন গুম হয়ে যাচ্ছে, মানুষের নামে কথায় কথায় মিথ্যা মামলা হচ্ছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এসব পরোপুরি বন্ধ হবে। বাংলাদেশের সুদিন ফিরে আসবে। জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি করে না।
ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় পার্টির মহাসচিব রুহল আমিন হাওলাদার,প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ সাত্তার,ফয়সাল চিশতি,সফর সঙ্গী আজম খাঁ,কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুর ইসলাম নুর, কেন্দ্রীয় সদস্য সাফিউল আলমসহ জামালপুর জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।