img

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আর তাতে জয়ের নায়ক গোলরক্ষক মেহেদি হাসান।

নেপালের কাঠমন্ডুতে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা উৎসবে ভাসছে দেশ। টুর্নামেন্টের শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে উড়তে থাকে কিশোররা। মালদ্বীপের বিপক্ষে ৮-০ গোলের জয়ের পর স্বাগতিক নেপালকেও হারায় তারা।

সেমিফাইনালে শক্তিশালী ভারতকে ট্রাইবেকারে রুখে দেয়ার পর ফাইনালে ওঠে বাংলাদেশ। ক্রিকেটে এদেশের ছেলেরা বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে বারবার হেরে কান্নায় ভাসিয়েছে সমর্থকদের। কিন্তু তা আর হতে দিতে চাননি অনূর্ধ্ব-১৫ দলের গোলরক্ষক মেহেদি হাসান। ফাইনালের আগে কথা দিয়েছিলেন, জীবন দিয়ে হলেও বাংলাদেশকে জেতাব।

নিজের দেয়া সেই কথায় রাখলেন মেহেদি। ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলের পক্ষে ফল যায়নি। কিন্তু ট্রাইবেকারে এসে পাকিস্তানের ৫টি শটের তিনটিই রুখে দেন গোলরক্ষক মেহেদি। যার ফলে শিরোপা জয়ের আনন্দে মেতেছে বাংলাদেশ। এর ফলে যেন নিজের দেয়া সেই কথাই বাস্তবে রুপ দিয়ে দেখালেন তিনি।

এই বিভাগের আরও খবর