img

ঝিনাইদহের বিষয়খালী গ্রামে টেস্ট পরীক্ষায় ফেল করায় ইতি রানী ঘোষ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বিষয়খালী ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। রানী ঘোষ ওই গ্রামের প্রদীব কুমার ঘোষের মেয়ে ও শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী।

নিহতের পরিবারিক সূত্র ও বিদ্যালয়ের গণিত শিক্ষক গৌর কুমার জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষায় অংশ নেবার জন্য টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ। ফলাফলে ইতি রানী ঘোষ ১ বিষয়ে ফেল করায় স্কুল কর্তৃপক্ষ জানায় সে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ কারণে বাড়ি ফিরেই সে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি মফিজুল ইসলাম জানান, ছাত্রী হিসেবে সে বেশি ভাল ছিল না। আজ টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হবার পর সে বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছে।

Sourse: মানবকণ্ঠ

এই বিভাগের আরও খবর