img

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে নিয়ে একটি সার্বিক ঐক্য চান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, সার্বিক ঐক্যের মধ্যে বি চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে নিয়ে এক মঞ্চে থাকবেন তিনি।

বুধবার (৩১ অক্টোবর) মতিঝিলস্থ তার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন।

কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীর সংলাপ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এটি দেশের জন্য একটি মাইলফলক। বঙ্গবন্ধুর কন্যা বলেই তিনি এ ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছেন।

তবে তার রাজনৈতিক অবস্থান জানাতে তিনি আগামী ৩ নভেম্বর পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলেন। তিনি সেদিন তার রাজনৈতিক অবস্থান জানাতে জেল হত্যা দিবসের আলাচনা সভার আয়োজন করেছেন বলে জানান।

সেখানে প্রধান অতিথি থাকবেন ড. কামাল হোসেন। তিনি আভাস দেন, এই আলোচনা সভায় বি চৌধুরীকেও নিয়ে আসবেন। তিনি আরো জানান, আজ রাতে ডা. কামাল হোসেনকে তিনি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।

কার সাথে ছেলের বিয়ে দিলেন কুদ্দুস বয়াতি

ছেলে ইলিয়াস কুদ্দুসের বিয়ের কাজ সম্পূর্ণ করলেন ‘ফোক সুপারস্টার’ কুদ্দুস বয়াতি। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। কনের নাম সুমাইয়া আক্তার। তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে পড়েন। কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াসও মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেছেন।

কুদ্দুস বয়াতির পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে ইলিয়াস কুদ্দুসের দীর্ঘদিন ধরে পরিচয় ছিল। পরে বিষয়টি পারিবারিক পর্যায়ে যায়। কিছুদিন আগে পারিবারিকভাবেই ইলিয়াস কুদ্দুস ও সুমাইয়া আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়।

ইলিয়াস কুদ্দুস বলেন, সুমাইয়াদের গ্রামের বাড়ি পাবনা জেলায়। তবে তারা ঢাকাতেই থাকেন। ঢাকাতেই ওদের ব্যবসা। সুমাইয়ার সাথে আমার তিন বছরের পরিচয়। সে ভালো মনের একটা মেয়ে। আমাদের জন্য সকলেই দোয়া করবেন।

উল্লেখ্য, কুদ্দুস বয়াতির ৭ সন্তান। চার ছেলে তিন মেয়ে। ছেলেদের মধ্যে ইলিয়াস কুদ্দুস বড়। ইলিয়াস পড়াশোনা শেষ করে বাবার নামে গড়ে তোলা ‘কুদ্দুস বয়াতি ফাউন্ডেশন’ দেখাশোনা করছেন। এছাড়া মিডিয়ার সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।

কর্ণফুলীতে সড়ক দূর্ঘটনায় তিন স্কুলছাত্রী গুরুত্বর আহত

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় চার চাকার টেম্পু সদৃশ গাড়ির ধাক্কায় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তিন স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় একজন ছাত্রী নিহত হয়েছে বলে ফেসবুকে গুজব ছড়ালেও তা অসত্য বলে জানিয়েছেন চমেক হাসপাতাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন। তিনি আরো জানান, বর্তমানে আহতরা চমেক হাসপাতালের ২৬ ও ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার সাড়ে ৮টায় বড়উঠান রাস্তার মাথা সম্মুখে এ ঘটনা ঘটে। ড্রাইভার পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ টেম্পুটি উদ্ধার করেছেন। আহত স্কুল ছাত্রীদের খোঁজ খবর নিতে দ্রুত চমেক হাসপাতাল পরিদর্শনে গেলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

আহতরা হলেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী সানজিদা (১১), ইয়ারুন্নেছা (১২) ও নবম শ্রেণীর ছাত্রী তাসলিমা (১৪) । জানা যায় আহতরা সকলে কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা গেছে, চট্টগ্রামে চলছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। সকাল বেলা ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় বড়উঠানের রাস্তার মাথার প্রধান সড়ক পার হতে গেলে, বিপরীত দিক হতে আসা দ্রুত গতির চার চাকার টেম্পু সদৃশ গাড়িটি ছাত্রীদের জোরে ধাক্কা দেয়। ফলে মুখোমুখি সংঘর্ষে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আলা উদ্দিন জানায়, ‘ কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় আহত তিনজন ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে তবে অবস্থা গুরুতর।’

কর্ণফুলী এলাকার সাইফুদ্দীন জানান, ‘যেখানে দুর্ঘটনা ঘটেছে সে জায়গায় প্রায় সময় এমন ঘটনা ঘটছে। রাস্তা পারাপারে কোন সাদা দাগ কাটা সড়ক নির্দেশনা ও স্পীড ব্রেকার না থাকায় ছাত্রীরা ঐ জায়গায় বিব্রত অবস্থার সম্মুখীন হয় বলে জানান তিনি।’

এই বিভাগের আরও খবর