img

এক টুকরো পাথরের দাম কিনা শেষে ৪ কোটি টাকা। চুনি-পান্না বা হীরে জহরত নয় সাধারণ দেখতে একটা পাথর তার দাম কিনা আকাশ ছোঁয়া। ভারতের বিভিন্ন পাহারি এলাকায় যেমন অযোধ্যা পাহাড় বা শুশুনিয়া পাহাড়ের আশেপাশে এরম অনেক পাথরের টুকরো পরে থাকতে দেখা গেছে। কিন্তু তাই বলে এর দাম এত কি করে ? জানা যায় এই পাথরের টুকরোটিকে চাঁদ থেকে পৃথিবীতে আনা হয়েছে, যা নিলামে দাঁড়িয়েছে ৬,০০,০০০ মার্কিন ডলার। কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে নিলামে ওঠে ১২ পাউন্ড ওজনের এই পাথরটি। গত বছর উত্তর পশ্চিম আফ্রিকার মরুভুমি অঞ্চল থেকে খোঁজ পাওয়া যায় এই পাথর টির।

৩ লক্ষ ৮৪ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চাঁদ থেকে পৃথিবীতে এসে পৌঁছয় এই পাথরটি। চাঁদ থেকে আসা এই পাথরটির অনলাইনে নিলামের জন্য ১২ থেকে ১৪ই অক্টোবর অবধি রেখেছিল বস্টনের আর আর অকসান। সংস্থার তরফ থেকে জানানো হয় নিলামে ওঠা এই সাড়ে ৫ কিলগ্রামের এই পাথরটি কিনেছেন ভিয়েতনামের একজন ব্যাক্তি, যার পরিচয় এখন ও জানা যায়নি। আপাতত পাথরটি প্রদর্শিত হচ্ছে ভিয়েতনামের তাম চক প্যাগোডা চত্বরে।

এই বিভাগের আরও খবর