img

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্য নামে আরও একটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটল।

আজ ২১ অক্টোবর রবিবার রাজধানীর সেগুবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই জোটটির আত্মপ্রকাশ ঘটে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের শরীক দল বাংলাদেশের সাম্যবাদী দলের আহ্বায়ক হারুন চৌধুরী।

এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডা. এম.এ সামাদ বলেন, শাসকশ্রেণির প্রধান দুটি দলের মধ্যে রেষারেষি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। দেশে গণতন্ত্র, গুম-খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, ব্যাংক লুট, কয়লা লুট, ভোট ডাকাতি নিত্য নৈমত্তিক বিষয়ে পরিণত হয়েছে।

তিনি বলেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন-সংগ্রাম গড়ে তুলে ক্ষমতাচ্যুত করতে হবে। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক বাম ঐক্য সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাবে।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, বাংলাদেশের সমতা পার্টির সভাপতি ফরহাত চৌধুরী, বাংলাদেশের শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক তপন কর্মকার প্রমুখ।

এই বিভাগের আরও খবর