img

চলতি মরসুমে অপ্রতিরোধ্য রজার ফেডরার। মরসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সদ্য সমাপ্ত উইম্বলডন, সবেতেই নিজের আধিপত্য বজায় রেখেছেন কিংবদন্তি এই টেনিস তারকা। ৪ বছর পর উইম্বলডন জিতে ১৯তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গেডছেন। এ বার সেই রজারই খেলবেন আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া রজার্স কাপে। ২০১১-এ শেষ বার মন্ট্রিয়লে খেলেছিলেন ফেেডরার। আগামী ২৮ অগস্ট শুরু হওয়া ইউএস ওপেনের আগে রজার্স কাপকেই প্রস্তুতির আসর হিসেব বেছে নিয়েছেন এই সুইস তারকা।

দীর্ঘ ৬ বছর পর মন্ট্রিয়লে ফেরার বিষয় রজার বলেন, "বহু দিন পর মন্ট্রিয়লে ফিরতে পেরে বেশ ভাল লাগছে। ২০১৭ মরসুমটা আমার জন্য বেশ ভাল কেটেছে, কোর্টে ধারাবাহিকতা ধরে রাখাই আমার লক্ষ্য।" উল্লেখ্য, নিজের দীর্ঘ টেনিস কেরিয়ারে পাঁচ বার ইউএস ওপেন জিতেছেন রজার। শেষটি ছিল ২০০৮-এ। তবে, ৩৫ বছরের এই তারকা যে ফর্মে রয়েছেন তাতে নিঃসন্দেহে ন'বছর পর আবারও ইউএস ওপেন নিয়ে ভিক্ট্রি ল্যাপ দিতেই পারেন তিনি। অন্য দিকে, মন্ট্রিয়লে ফেডারারের আসার কথা ছডিয়ে পডতেই উন্মাদনা কয়েক গুণ বেেড গিয়েছে টেনিস সমর্থকদের মধ্যে। প্রিয় তারকাকে চোখের সামনে খেলতে দেখার জন্য প্রহর গুণছে কানাডাবাসী।

এই বিভাগের আরও খবর