img

তিনটি কৃত্রিম চাঁদ তৈরি করতে যাচ্ছে চীন। ২০২০ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। চীনের সিস্টেম সায়েন্স রিসার্চ ইন্সটিটিউট-র প্রধান ইউ চুনফেং একথা জানিয়েছেন।

ইউ চুনফেং জানান, ২০২২ সালে ওই তিনটি কৃত্রিম চাঁদ মহাকাশে পাঠানো হবে। ওই চাঁদগুলো আসলে বড় উপগ্রহ, যাতে থাকবে বড় বড় আয়না, যা সূর্যের আলো পৃথিবীতে আরও বেশি ভালো করে প্রতিফলিত করবে।

এই বিভাগের আরও খবর