img

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওদে এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ১৩ জন মারা গেছেন। সোমবার রাতের কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওদের স্থানীয় সরকার প্রধান অ্যালান থিরিওন।

কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ বন্যার মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানি কয়েকটি বাড়ির দোতালার জানালা পর্যন্ত উঠে গেছে বলে জানা গেছে বিবিসির খবরে।

ওদে এলাকার স্থানীয় মানুষজন বাসা-বাড়ির ছাদে আটকা রয়েছে। আবহওয়া পরিষ্কার হলেই উদ্ধারকারী হেলিকপ্টারগুলো উদ্ধার অভিযান শুরু করবে বলে জানা যায়।

আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দুর্গত এলাকায় পানির উচ্চতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে এবং সারাদিন বৃষ্টি অব্যাহত থাকবে।

এদিকে ওদে এলাকার স্কুলগুলো বন্ধ করে দিয়ছে এবং স্থানীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিবিসির ক্রিস বকম্যান জানান, বছরের এই সময়ে ফ্রান্সে ভারি বৃষ্টিপাত অস্বাভাবিক কোনো ঘটনা নয় কিন্ত এখন যা হয়েছে তা অতিরিক্ত।

এই বিভাগের আরও খবর