img

‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড জীবনের জয়গান’ উৎসবের ১১তম আসরে আজীবন সম্মাননা পেয়েছেন গুণী তিন শিল্পী। তারা হলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, বর্ষীয়ান অভিনেতা হাসান ইমাম ও আলী যাকের।

১২ অক্টোবর, শুক্রবার এই তিন শিল্পীকে সম্মাননা জানানো হয়। পাশাপাশি ‘জীবনের জয়গান’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে সন্ধ্যায় বসে পুরস্কার বিতরণী আসর। সেখানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয়।

উৎসবে আজীবন সম্মাননা পাওয়া গুণী শিল্পীদের দেওয়া হয় আড়াই লাখ করে টাকা। আলোকচিত্র ও গীতিকাব্য বিভাগের প্রথম বিজয়ীদের দেওয়া হয় এক লাখ করে টাকা। আর চলচ্চিত্র বিভাগের প্রধান বিজয়ীকে দেওয়া হয় দুই লাখ টাকা। সঙ্গে ছিল ক্রেস্ট ও সার্টিফিকেট।

এই বিভাগের আরও খবর