বিশ্বজুড়ে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট
বিশ্বজুড়ে আগামী ৪৮ ঘণ্টার বিপর্যস্ত হবে ইন্টারনেট পরিষেবা । কি ডোমেন সার্ভারের রুটিন মেরামতের কারণে বিশ্বজুড়েই ইন্টারনেট ব্যবহারকারীদের এই সমস্যার মুখোমুখি হতে হবে বলে এক রিপোর্টে উল্লেখ করেছে রাশিয়া টুডে। ফলে ওই সময়ের মধ্যে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে। ব্যাহত হতে পারে ইন্টারনেটের সঙ্গে জড়িত সমস্ত রকম লেনদেনও। এমনকি ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
রাশিয়া টুডে-র রিপোর্টে বলা হয়েছে, দ্য ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) এই মেরামতির কাজ করবে। ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেম(ডিএনএস)-কে সুরক্ষিত রাখার জন্য যে ‘ক্রিপটোগ্রাফিক কি’ রয়েছে তা বদলানোর কাজ চলবে এই সময়ে।
আইসিএএনএন আরো জানাচ্ছে, বিশ্বজুড়ে সাইবার হামলা বেড়ে যাওয়ায় হ্যাকরদের কবল থেকে ইন্টারনেটকে সুরক্ষিত রাখতেই এই ‘ক্রিপটোগ্রাফিক কি’ বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।