img

৪০তম বিসিএসের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীরা অনলাইনে bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd ওয়েবসাইটের বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের অনলাইনে আবেদন ফরম পূরণের পর ইউজার আইডি ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ফরম পূরণ ও ফি জমাদানের নিয়ম বিপিএসসির ওয়েবসাইটেই পাওয়া যাবে।

গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এক হাজার ৯০৩টি শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সাধারণ ক্যাডারে ৪৬৫ জন, প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৫৬৮ জন ও শিক্ষা ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে এই বিসিএসে।

এই বিভাগের আরও খবর