img

দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা বাড়ছে।পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমজরিপ অনুযায়ী-দেশের মোট বেকারের এক তৃতীয়াংশই উচ্চ শিক্ষিত যুবক।কিন্তু উদ্যোক্তারা তাদের শিল্প কারখানা চালানোর জন্য দক্ষ জনবল পান না।গবেষকরা বলছেন,নতুন অর্থনৈতিক ব্যবস্থার উপযোগী শিক্ষিত জনগোষ্ঠী গড়ে না ওঠায় বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা।এ অবস্থা থেকে উত্তরণে বাজার উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ তাদের।

৮০’র দশকে বাংলাদেশ মুক্ত বাজার অর্থনীতিতে প্রবেশ করলে গড়ে উঠতে থাকে নতুন নতুন বেসরকারি শিল্প কারখানা।তৈরি পোশাক শিল্প তেমনি একটি শিল্প খাত।এই খাত গড়ে উঠার তিন দশক পেরিয়ে গেলেও বস্ত্রের ডিজাইনের বিষয়টি এখনও পুরোপুরি বিদেশী কর্মী নির্ভর।ফলে তাদের বেতন বাবদ প্রতি বছর বিশাল অঙ্কের অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে।তেমনি আরো একটি নতুন শিল্প খাত কল সেন্টার।এ খাতের উদ্যোক্তারাও দক্ষ কর্মী পাচ্ছেন না।আর্থিক খাতের গবেষকরা বলছেন,দেশে প্রতি বছর উচ্চ শিক্ষা নিয়ে যুবকদের বিরাট অংশ বের হলেও চাকরির বাজারে তাদের জায়গা হচ্ছে না।এমন চিত্র ফুটে উঠেছে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রম জরিপে।একদিকে নতুন শিল্প চালাতে দক্ষকর্মীর অভাব,অন্যদিকে উচ্চ শিক্ষিতরা বেকার;এর কারণ হিসেবে গবেষকরা বলছেন,কয়েক দশকে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠলেও তা চালানোর জন্য উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেনি।বাজার অর্থনীতির উপযোগী শিক্ষা ব্যস্থা তৈরি করতে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন আনার কথা বলছেন উদ্যোক্তা ও গবেষকরা।

এই বিভাগের আরও খবর