img

বিরল প্রজাতির একটি নীল গাই (গরু) ধরা পড়েছে ঠাকুরগাওয়ের রানীশংকৈলে। মঙ্গলবার বিকেলে কুলিক নদী থেকে এই নীল গাইটি উদ্ধার করে কয়েকজন জেলে।

রানীশংকৈল উপজেলা বন কর্মকর্তা শাহাজাহন আলী জানান, ভারত থেকে আসা একটি নীল গাই যদুয়ার এলাকায় কুলিক নদীর ঝোপ ঝাড়ে আটকে পড়লে কয়েকজন জেলে গাইটি নদী থেকে উদ্ধার করে।

পরে যদুয়ার গ্রামে জনৈক আবু জাহেদের বাড়িতে নিয়ে যায়। সেখানে জনতার ঢল নামে। খবর পেয়ে প্রশাসনের সহযোগিতায় নীল গাইটিকে উদ্বার করে রাতেই দিনাজপুর সামাজিক বন বিভাগের মাধ্যমে রাম সাগড় পার্কে অবমুক্ত করার জন্য পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর