img

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ। চলচ্চিত্রটি যৌথ প্রযোজনায় নির্মীত হবে। প্রস্তাবিত এই চলচ্চিত্র নির্মাণে তিন জনের নাম দেওয়া হয়েছিল। তার মধ্যে বাংলাদেশ শ্যাম বেনেগালকে নির্বাচন করেছে। তিনিই সিনেমাটি তৈরি করবেন। তালিকায় ভারতের গৌতম ঘোষ ও কৌশিক গাঙ্গুলীর নামও ছিল। 

তিনি আজ ২৭ আগস্ট (সোমবার) সচিবালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক ছবি নির্মাণ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা জানান।

তিনি বলেন, ‘এই চলচ্চিত্র নির্মাণে বাংলাদেশের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ টিম থাকবে। এই টিমে চলচ্চিত্র বিশেষজ্ঞ থাকবেন। বঙ্গবন্ধুকে চেনেন-জানেন, তার রাজনৈতিক সহকর্মী ছিলেন এমন একজন থাকবেন এবং ব্যক্তি বঙ্গবন্ধুকে চেনেন এমন একজন থাকবেন। চলচ্চিত্র নির্মাতা বা তাদের টিম যে কোনো সাহায্য-সহযোগিতা চাইতে পারবেন।’
 

এই বিভাগের আরও খবর