img

তিন কারণে এবার কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে সঙ্কটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি দাবি করেছেন, কোরবানি ঈদের আগে চামড়ার দাম গত বছরের চেয়ে কমিয়ে আনার সিদ্ধান্ত ভুল ছিল না। চামড়া নিয়ে সঙ্কট শিগগিরই কেটে যাবে বলে ট্যানারি মালিকদের কাছ থেকে আশ্বাস পাওয়ার কথাও বলেছেন মন্ত্রী। 
গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। 
তিনি বলেন, পত্রপত্রিকায় দেখলাম চামড়া নিয়ে একটা সঙ্কট দেখা দিয়েছে। আমি যখন দামটা কমালাম তখন সাংবাদিকদের মধ্যেও প্রতিক্রিয়া দেখেছি দাম কেন কমালাম। কিন্তু চামড়ার দাম কমানোর সিদ্ধান্ত সঠিক ছিল। 
তিন কারণে চামড়া বিক্রি হচ্ছে না জানিয়ে তোফায়েল বলেন, দাম কমানোর পরও এখন বিক্রি হচ্ছে না এর কারণ হলো : এক. গতবারের চামড়া রয়ে গেছে, দুই. যারা ট্যানার্স অ্যাসোসিয়েশনের মালিক তারা বলছে, ব্যাংকের ঋণ সঠিক সময়ে পাইনি, তিন. সাভারে যে শিল্পগুলো হওয়ার কথা সে শিল্পগুলো গড়ে ওঠেনি। এসব নানা কারণে চামড়া কেনাবেচা নিয়ে সঙ্কট দেখা দিয়েছে।

এই বিভাগের আরও খবর