img

৪ জুন সোমবার

মেষ - কর্মস্থলে নিপুণতার সঙ্গে এগিয়ে যাবেন। প্রেমজ ক্ষেত্রে প্রয়োজন না হলেও যোগাযোগটা ধরে রাখার চেষ্টা করুন।

বৃষ - কর্মস্থলে আপনি ভালো কোনও উপদেশ দিতে চাইলেও সেটার অর্থ বিপরীত হয়ে দাঁড়াতে পারে। তাই পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করুন।

মিথুন - কর্মক্ষেত্রে কেউ ভুল সংবাদ দিয়ে আপনাকে বিপথে চালিত করতে চাইবে। প্রেমের ক্ষেত্রে স্বজনের হস্তক্ষেপে সাফল্য লাভের সম্ভাবনা।

কর্কট - প্রেমের ক্ষেত্রে ভুলবোঝাবুঝির অবসান হতে পারে। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগবেন।

সিংহ - সহকর্মীদের বোঝাতে গিয়ে ধৈর্যচ্যুত হলে চলবে না। আপনাকেও কিছুটা নমনীয় মনোভাব দেখাতে হবে। অর্থযোগ শুভ।

কন্যা - কর্ম ও অর্থনৈতিক ক্ষেত্রে কোনও বাধা নেই। শরীর নিয়ে কষ্ট বাড়তে পারে।

তুলা - আর্থিক দিকে অকারণ ব্যায়াধিক্যের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে 'না' শব্দটা আজ ব্যবহার করবেন না।

বৃশ্চিক - আজ হয়ে যাওয়া কোনও কাজ আটকে যেতে পারে। আপনার অহংকারী মনোভাব ক্ষতির কারণ।

ধনু - কর্মক্ষেত্রে অপছন্দের ব্যক্তির আনাগোনায় বিব্রত বোধ করবেন। অর্থব্যাপারে একটু সমস্যাতেই থাকবেন।

মকর - ব্যবসায় শ্রীবৃদ্ধির সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে বাদানুবাদে তত গুরুত্ব দেবেন না। আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে।

কুম্ভ - কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পেয়ে যাবেন। শারীরিক কারণে অর্থব্যয় হবে। চলাফেরায় সতর্কতা প্রয়োজন।

মীন - আর্থিক লগ্নির ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। প্রেমভাগ্য শুভ নয়।

এই বিভাগের আরও খবর