img

জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের ব্যাপক গুরুত্ব রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এই খাত চাঙা থাকলে লিংকেজ শিল্প আরো বিকশিত হবে। এই খাতের বাস্তব সম্মত সমস্যাগুলো নিয়ে গৃহায়নমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে।’

শনিবার ঢাকা ক্লাবে ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন) যৌথভাবে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। 

জিল্লুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশ নেন, রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), কাজী ফিরোজ রশীদ এমপি, আমাদের অর্থনীতি সম্পাদক নাইমুল ইসলাম খান, রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল হক, এনার্জি অ্যান্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন, বারভিডার সভাপতি মো. হাবিব উল্লাহ ডন, রি রোলিং মিল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ।

এই বিভাগের আরও খবর