img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে, আদালতের মাধ্যমে তা স্থগিত করিয়েছে সরকার। রোববার রাতে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন স্থগিত হলেও রাজনৈতিকভাবে বিএনপির জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আমরা নিঃসন্দেহে এটা বড় বিজয় বলে মনে করি যে সরকার বাধ্য হয়েছে তাদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বন্ধ করতে। এছাড়া নির্বাচন বন্ধের পরেই আমাদের দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সাহেবকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আমাদের প্রার্থীর বাড়ি পুলিশ দিয়ে ঘেড়াও করে রাখা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।'

এই বিভাগের আরও খবর