img
অবকাঠামো  না থাকায় ভারত-নেপাল-ভূটানের ট্রানজিট পয়েন্ট হওয়ার বাণিজ্যিক সুবিধা নিতে পারছে না রংপুর।

ভৌগোলিক অবস্থানের কারনে রংপুর ভারত, নেপাল, ভূটানের ট্রানজিট পয়েন্ট। রয়েছে স্থলবন্দর সুবিধাও। সে কারনেই ভারত বরাবরই আগ্রহ দেখিয়েছে রংপুরের সাথে যৌথ বানিজ্যিক সম্পর্ক তৈরিতে । কিন্তু অবকাঠামোগত সুযোগ সুবিধা না থাকায় ইচ্ছে থাকলেও বড় কোনো ব্যবসায়িক প্রকল্প হাতে নিচ্ছেন না এখানকার উদ্যোক্তারা ।

রংপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত সরকার রংপুরের সাথে বানিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে চান। এরপর ভারতের উত্তরবঙ্গের বেশ কয়েকটি ব্যবসায়িক সংগঠন রংপুরের ব্যবসায়িক নেতাদের সাথে কয়েক দফা আলোচনায় বসেন, বানিজ্যিক নানা বিষয় নিয়ে।

তবে ভারতের এমন প্রস্তাবেও খুব একটা আগ্রহী হতে পারেননি রংপুরের উদ্যোক্তারা। তাদের মতে, পুঁজির ভারসাম্যহীনতা সহ এই অঞ্চলে বৈদেশিক শিল্প বিনিয়োগের ক্ষেত্রে সবার আগে প্রয়োজন সরকারী সহযোগীতা ও কর্ম পরিকল্পনা। 

আর অর্থনীতিবিদদের মতো, বানিজ্যের প্রসার ঘটলে ব্যাপক আর্থ সামাজিক পরিবর্তন আসবে রংপুর অঞ্চলে।

ভারতের সাথে বানিজ্যিক সম্পর্ক উন্নয়নে উত্তরাঞ্চলের স্থলবন্দরগুলো সচলসহ রেল এবং আকাশ পথে যোগাযোগ ব্যবস্থার আরো অনেক উন্নয়ন দরকার বলে মনে করেন রংপুরের ব্যবসায়িক মহল।

এই বিভাগের আরও খবর