img

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, আমাদের জিডিপি যেভাবে বাড়ছে সেভাবে করদাতা বাড়ছে না। এবারের বাজেটে বিনিয়োগে উৎসাহিত করা হবে। বেসরকারি বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়ে। যদি করের হার কমানো হয় তবে করদাতার সংখ্যা কমবে না। প্রতিবন্ধী, নারী উদ্যোক্তাদের সুবিধা বাড়ানোর চিন্তাভাবনা আছে এবারের বাজেটে।

শনিবার (২১ এপ্রিল) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ মন্তএনবিআর চেয়ারম্যান বলেন, ‘বড় বাজেটে রেভিনিউ টার্গেট বেশি হয়। তবে আমি কিছু বিষয়ে আশ্বস্ত করতে পারি। ব্যবসায়ীদের সুবিধা দেব, যাতে ব্যবসা করতে পারেন। করপোরেট করের সিলিং সামান্য কমালে ইফেক্ট পড়বে।’

তিনি বলেন, ‘বেসরকারি বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়ে। যারা আয় করে তারা ভোক্তা হয়। বাজারে দেশি পণ্যের চাহিদা বাড়ে। তাই এবারের বাজেটে বিনিয়োগে উৎসাহিত করা হবে। আমাদের জীবনযাত্রার মান বেড়েছে বলে কর সীমা বাড়ানোর দাবি আছে। আমাদের জিডিপি যেভাবে বাড়ছে সেভাবে করদাতা বাড়ছে না যিনি আড়াই লাখ টাকার সীমায় কর দিয়েছেন কর সীমা বাড়ালে হয়তো তিনি  করের আওতায় পড়ে যাবেন। যদি করের হার কমানো হয় তবে করদাতার সংখ্যা কমবে না। প্রতিবন্ধী, নারী উদ্যোক্তাদের সুবিধা বাড়ানোর চিন্তাভাবনা আছে।’

বন্দরে জট সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, কাস্টম অফিসাররা যেমন দেরি করেন তেমনি অনেক আমদানিকারকও দেরি করেন। বন্দরের পোর্ট ডেমারেজ অনেক। বন্দর জানিয়েছে, ডেমারেজ তাদের লক্ষ্য নয়। আমরা নিলাম প্রক্রিয়া দ্রুত করব। তবে ব্যবসায়ীরা সচেতন হবে।

রিফান্ড এডজাস্ট স্লো প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই থেকে যারা রিফান্ড পাবে সেটি দ্রুত ফেরত দেওয়া হবে। এতে সরকারের ওপর আস্থা বাড়বে।’

ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের পণ্য চিহ্নিত করে সাপটা চুক্তির আওতায় আনার অনুরোধ জানান এনবিআর চেয়ারম্যান।

সিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় এনবিআর সদস্য ফিরোজ শাহ আলম,  কানন কুমার রায়, মো. রেজাউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর