আজকের রাশিফল
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মেষ, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও মঙ্গল। ১২ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০।
আপনার শুভ বর্ণ: হলুদ ও লাল।
শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও মঙ্গল।
শুভ রত্ন: পোখরাজ ও রক্তপ্রবাল।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। ১১শী তিথি ভোর: ৬:৪৭ পর্যন্ত, পরে ১২শী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল): আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া বিল আদায় করতে পারেন। ব্যবসায়ীক কাজে কোন বন্ধুর সাহায্য পাওয়া যাবে। বড় ভাই এর সাথে কোনো আর্থিক বিষয়ে আলাপ আলোচনা ফলপ্রসু হতে পারে। প্রেমিক প্রেমিকার দিনটি ভালো যাবে। ঠিকাদারী কাজে নতুন অর্ডার লাভের যোগ।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক-জাতিকার চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসতে পারে। বেকারদের কোনো মাল্টিন্যাশনাল এনজিওতে চাকরীর যোগ প্রবল। পিতার কাছ থেকে কিছু অর্থ পেতে পারেন। ব্যবসা বানিজ্যে আশানুরুপ আয় হবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। যানবাহন লাভের যোগ বলবান।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক-জাতিকার ভাগ্য উন্নতির সুযোগ আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বৃত্তি সংক্রান্ত প্রোগ্রামে ভালো করতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের উদ্দেশ্যে দূরদেশে বেড়াতে যাওয়ার যোগ প্রবল। বিদেশ থেকে ভালো কোনো সুযোগ আসবে। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো পরীক্ষা দিতে পারেন। গার্মেন্টস বস্ত্র ক্রয় বিক্রয় বাণিজ্য শুভ।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ কর্কটের জাতক-জাতিকার দিনটি কিছুটা ঝামেলার । রাস্তাঘাটে পুলিশী হয়রাণী বা গ্রেফতারের আশঙ্কা রয়েছে। ব্যাংকারদের দিনটি খুব ঝামেলা পূর্ণ যাবে। শেয়ার ব্যবসায়ীরা আজ কোন নতুন শেয়ারে বিনিয়োগ করতে পারেন। আজ চিকিৎসক ও রাষায়নিক দ্রব্য ব্যবসায়ীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। পাওনাদারের দ্বারা লাঞ্চিত হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগষ্ট): আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। নতুন ব্যবসা বানিজ্য আরম্ভ করতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। কোন অংশিদারের দ্বারা লাভবান হবেন। আজ কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। সর্বাবস্থায় আজ ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আজ কন্যার জাতক-জাতিকার ঝামেলায় কাটবে। কর্মস্থলে আপনার কাজের চাপ বাড়তে পারে। সহকর্মীদের কারো সাথে কিছু ঝামেলা দেখা দেবে। ব্যবসায়ীক কাজে অধিনস্ত কর্মচারীদের উপর বেশী নির্ভর করা ঠিক হবে না। আজ আপনার রিপুকে দমন করে চলুন। সরকারী চাকরীজীবীরা গোয়েন্দা সংস্থার দ্বারা ঝামেলার সম্মূখীন হবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের পড়াশোনা বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি লাভদায়ক। অভিনয় শিল্পীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের দিনটি ঝামেলা পূর্ণ হতে পারে। অহেতুক ভুল বুঝাবুঝির আশঙ্কা দেখা যায়। ব্যবসায় বাণিজ্যে বন্ধু বা বাড় ভাই এর সহায়তায় কিছু অগ্রগতি হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রত্যাশা পূরণ হবে। পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়র দ্বারা উপকৃত হতে পারেন। কর্মলাভের যোগ বলবান। রোমান্টিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। যানবাহন লাভের যোগ রয়েছে। মায়ের সাহায্য আশা করতে পারেন। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। বৈদেশীক বিনিয়োগের কিছু লাভ আশা করতে পারেন। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা। প্রতিবেশীর বাড়ীতে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সৃজনশীল লেখক ও সাহিত্যিকদের সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ কাজে সাবধান হতে হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক-জাতিকার বাড়ীতে আত্মীয় কুটুম্ব আগমনের যোগ রয়েছে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা। বিদেশ থেকে কোন অর্থ আসতে পারে। কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বকেয়া বিল আদায়ের যোগ বলবান। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ লাভের যোগ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরিতে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে দেখা করতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায়ীদের দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। বিশেষ করে আমদাণী রপ্তাণী বাণিজ্যে শুল্ক ও কর সংক্রান্ত জটিলতা দেখা দেবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): দিনটি মীন রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা ব্যয় বহুল থাকবে। বানিজ্যিক বা চাকরি সংক্রান্ত কারণে বিদেশ যাত্রার যোগ প্রবল। আজ চাকরীজীবীদের অনেকে গ্রামের বাড়ীতে বেড়াতে যেতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের ব্যবসায় ভালো আয় উন্নতি হতে পারে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের যোগ রয়েছে।