img

মানুষ তো সব পারে
আবার বিবেকের মার্জিত রশিটা তারই হাতে
টান খেতে খেতে হঠাৎ ছুটে পড়ার
মাঝে যে দুলায়িত তরঙ্গটি সৃষ্টি হয়
তার নিখাদ মানে সবাই জানে না।

বিকলাঙ্গ অস্বস্তি বোধ তাড়না জাগায়
মনে জাগে অশান্তির ত্রিকোণমিতি।
গুরু চেয়ে আছেন
এই আমারই মাঝে।

কথার গণ্ডি পেরিয়ে কখন যে-
সুনামি বয়ে গেলো মনের উপর
আফসোস জিইয়ে রাখার আর কী মানে!

দরজার ওপাশে রেখেছিলাম
আমার আনন্দের সময়টুকু
মনে পড়লেই সেই পরশ নিতাম!

ভয়ের পাশে বিশ্বাস উড়ে চলে
কঠিন সময়টা পাহারায় জাগে
আনন্দ আর ভালোলাগা তার ফাঁদেই মরে।

জ্যামিতিক সূত্র তুলে দিয়েছো বুকের উপর
তার মাঝেই তুমি আমাকে দিয়েছো কবর--
আর বলেছো মনে মনে এই আমি তোমার অযোগ্য।

কবরের মুখে আর কথা নেই
কিন্তু তুমিও থাকবে এই বুকেই।

এই বিভাগের আরও খবর