img

কেটে যায় বেলা অবিরাম সন্ধ্যা
শুভেচ্ছা পরিপাটি স্বার্থের খেলা
ভালোবাসি ভালোবাসো হয়নি বলা
আকাশ ভরা নক্ষত্ররা আজও ঘুমহারা।

স্বপ্ন দুলে দু'চোখ যার মৃত
বুঝেছে কে এটাই চিরায়ত!
মণিহার নয় একখণ্ড ক্ষুদ্র উপহার
দিও গো প্রিয়!

পরম সুখে আছি জেনো
তবু একপিঠ আমার ছ্যাকা
তোমায় শুধু নিজের মতো যায় না পাওয়া।

দেখো,
প্রতিটি অনুভব আমার কত ক্লান্ত
ঘামে ভরা জীবনের দেহ
হৃদপিন্ডে কেমন চলছে ক্ষরণ
বেশ, ভেবে দেখেছি বহুবার
তার টলমলে উত্তর।

পরিযায়ী মৃত্যু আমায় শুধু
রঙিন কাফন পরিয়ে যায়।

এই বিভাগের আরও খবর