img

কয়েক বছর বিরতির পর আবার বড় পর্দায় ফিরলেন অভিনেত্রী রানি মুখার্জি। সম্প্রতি এই অভিনেত্রীর ‘মারদানি ৩’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যদিও এখন আর আগের মতো নিয়মিত ক্যামেরার সামনে দেখা যায় না রানিকে, তবে ক্যারিয়ারে একটা সময়ে শাহরুখ খান-রানি মুখার্জি জুটি মানেই ছিল সুপারহিট। 

‘মারদানি ৩’ ছবির প্রচারণায় এ অভিনেত্রীও জানিয়েছিলেন, তিনি সত্যিই শাহরুখ খানের সঙ্গে পর্দার রোম্যান্স ভীষণ উপভোগ করেন।  সম্প্রতি টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রানি বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে থাকতে আমি সব সময় ভালোবাসি। শাহরুখের সঙ্গে পর্দায় প্রেম করতে ভালো লাগে কারণ ওর অন্যদের প্রতি এক অনন্য ভালোবাসা রয়েছে। ওর সঙ্গে যারা আছেন তারা সবাই মনে করেন যে, ও তাদের খুব ভালোবাসেন।’ 

এছাড়াও শাহরুখের চোখ সুন্দর বলেও প্রশংসা ঝরে অভিনেত্রীর মুখে।

রানী জানান যে, শাহরুখ খান এবং আমির খানের সঙ্গে কাজ করতে তিনি ভীষণ উপভোগ করেন।  কারণ তারা তাকে নিজের মতো থাকতে দেন। শাহরুখ খান ছাড়াও, রানী আমির খানের সঙ্গেও উল্লেখযোগ্য সংখ্যক সিনেমায় কাজ করেছেন। 

আমিরকে নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমার মনে হয় আমার প্রতি ওর ভালোবাসার কারণ হল, ও আমাকে ১৭ বছর বয়স থেকে দেখেছে এবং আমাকে বড় হয়ে উঠতে দেখেছে। একটা ছোট মেয়ে থেকে একজন যুবতী, একজন মহিলা, একজন মা। ও আমার পুরো সফরের সাক্ষী।’ 

উল্লেখ্য, এই বছরের শুরুতে মুক্তি পেয়েছে রানি মুখার্জি অভিনীত ছবি ‘মারদানি ৩’। তার আগে অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায়। 

এই বিভাগের আরও খবর