img

ভারতের আলোচিত তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সামাজিক মাধ্যমে এই দুজন সব সময়ই ভক্তদের চর্চায় থাকেন। কিন্তু হঠাৎ করেই শুক্রবার (৩০ জানুয়ারি) কিছুটা ধাক্কা খান কোহলির অনুসারীরা। কারণ ইনস্টাগ্রামে এই ভারতীয় ক্রিকেটারের অ্যকাউন্টটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেটের সায়াহ্নে আছেন, তার উপর আবার সামাজিক মাধ্যম থেকেও কি নিজেকে গুটিয়ে নিচ্ছেন কোহলি?

অনেকেই অনুমান করতে শুরু করেন যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজের পরই হয়তো তিনি এটি নিষ্ক্রিয় করে দিয়েছেন! আর যার ফলে উদ্বিগ্ন ভক্তরা সোজা হাজির হন আনুশকার কাছে। কোহলির স্ত্রী আনুশকার অ্যাকাউন্টে গিয়ে মন্তব্য করা শুরু করেন, ‘চিকু কোথায় গেল!’ 

কোহলির অ্যাকাউন্টটি ইনস্টাগ্রামে সার্চ করলেই জবাব আসছিল ‘এই পৃষ্ঠাটি উপলব্ধ নেই’! এর মাঝে কোহলির নীরবতায়, ভক্তরা তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মার সাম্প্রতিক পোস্টগুলোতে এই সংক্রান্ত কমেন্ট করে রীতিমতো বন্যা বইয়ে দেয়।

তবে বর্তমানে বিরাটের প্রোফাইলটি পুনরায় ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, খুব সম্ভবত কোনো টেনকনিক্যাল সমস্যার কারণেই এমনটা হয়েছিল। 

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মটিতে কোহলির বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে এই ক্রিকেটারের ফলোয়ার সংখ্যা ২৭০ মিলিয়নেরও বেশি। তার উপর হঠাৎ করেই অ্যাকাউন্টটি উধাও হয়ে যাওয়ায় ভক্তদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। তবে কয়েক ঘন্টার মধ্যেই বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় হয়েছে। অ্যাকাউন্টটি ফিরে আসার সঙ্গে সঙ্গে ভক্তরা তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। 

তবে অ্যাকাউন্টটি কোনো গ্লিচের কারণে নিষ্ক্রিয় দেখাচ্ছিল নাকি বিরাটের নিজের সিদ্ধান্তে তা এখনো স্পষ্ট নয়। কোহলির অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও অনেকে আবার ভাবছেন, আনুশকার কাছে তাদের অনুরোধ পৌঁছতেই হয়তো কাজের কাজ হয়েছে! 

এই সময়টাতে বিরাট কোহলি সামাজিক মাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় ছিলেন। তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টটিও সক্রিয় ছিল। 

 

এই বিভাগের আরও খবর