দুবাইয়ে স্টাইল আইকন শাহরুখ খান
দুবাইয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) ছিল ফ্যাশন ও তারকাখচিত এক বিশেষ সন্ধ্যা। বলিউড সুপারস্টার শাহরুখ খান দুবাই মলে অনুষ্ঠিত গ্লোবাল স্টাইল আইকন অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এর মাধ্যমে শুধু একজন অভিনেতা নয়, দুবাইয়ের ক্রমবর্ধমান ফ্যাশন অঙ্গনের জন্যও এটি হয়ে ওঠে একটি স্মরণীয় মুহূর্ত।
এ পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজন করা হয় দুবাই মল ফেস্টিভ্যাল অব ফ্যাশন-এর সমাপনী দিনে। দুই দিনব্যাপী এ আয়োজন দুবাই মলকে পরিণত করে ফ্যাশন, সংস্কৃতি ও বৈশ্বিক প্রভাবের এক বড় মঞ্চে। অনুষ্ঠানস্থল ছিল আর্মানি হোটেল দুবাই।
এটি ছিল দুবাই মল গ্লোবাল ফ্যাশন অ্যাওয়ার্ডস-এর প্রথম আয়োজন। সেই প্রথম আসরেই প্রধান সম্মাননা পেয়ে ইতিহাসে নাম লেখান শাহরুখ খান। ৫৯ বছর বয়সী এই তারকা ফ্যাশনের বড় স্বীকৃতি পেলেও নিজের স্টাইল নিয়ে ছিলেন বরাবরের মতোই বিনয়ী।
পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, আমি ফ্যাশন সম্পর্কে খুব একটা জানি না। সাধারণত নীল জিন্স আর সাদা শার্টই পরি। তার এই সরল মন্তব্যে উপস্থিত দর্শকরা হাততালিতে ফেটে পড়েন।
শাহরুখ খানের হাতে এই সম্মাননা তুলে দেন ইমার প্রপার্টিজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাব্বার। তিনি বলেন, এই আয়োজনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন শাহরুখ খান। মঞ্চে দুজনের আন্তরিক আলিঙ্গন বন্ধুত্ব ও সম্মানের প্রতীক হয়ে ওঠে।
নিজস্ব রসিকতায় শাহরুখ খান মজা করে বলেন, আমার মনে হয় এই পুরস্কারটা একটু পক্ষপাতদুষ্ট। উনি নিশ্চয়ই আমার জন্য কিছুটা প্রভাব খাটিয়েছেন।
পুরস্কার অনুষ্ঠানের আগের রাতে আয়োজিত একটি ব্যক্তিগত নৈশভোজেও যোগ দেন শাহরুখ খান। সেখানে তাকে দেখা যায় কালো টি-শার্ট ও ব্লেজারের সঙ্গে ডেনিম কার্গো প্যান্ট, স্নিকার্স ও ক্যাজুয়াল বিনি টুপিতে।
গ্লোবাল স্টাইল আইকন অ্যাওয়ার্ড কেবল পোশাকের জন্য নয়। এটি শাহরুখ খানের বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাব এবং ফ্যাশন ট্রেন্ড তৈরির ভূমিকার স্বীকৃতি। ভারতীয় পোশাক থেকে শুরু করে পাশ্চাত্য স্টাইল—সব ক্ষেত্রেই তার লুক ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন শাহরুখ খান। সিনেমার বাইরেও তার প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

