দামি গাড়ি ছেড়ে ট্যাক্সিতে গোবিন্দ, যে প্রতিক্রিয়া অনুরাগীদের
নব্বই দশকের ব্যস্ততম বলিউড অভিনেতা গোবিন্দ। কনভয় নিয়ে কোটি কোটি টাকার গাড়িতে যাতায়াত করতেন তিনি। এবার উত্তরপ্রদেশের একটি বিমানবন্দর থেকে বেরিয়ে সরকারি ট্যাক্সিতে ওঠেন গোবিন্দ। অভিনেতার এ ভিডিও নিমেষে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। এর পরেই শুরু হয় গুঞ্জন। যদিও গত বছর থেকে তাকে নিয়ে পরকীয়ার অভিযোগের অন্ত নেই স্ত্রী সুনীতা আহুজার। এবার গোবিন্দের অবস্থা দেখে দুঃখপ্রকাশ করলেন নেটিজেনরা।
প্রায় সাত বছর হতে চলল কোনো সিনেমা মুক্তি পায়নি এ বর্ষীয়ান অভিনেতার। তাকে আজকাল দেখা যায় শহরতলি ও গ্রামগঞ্জে রাস্তার মাঝে মঞ্চে অনুষ্ঠান করতে। অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা বিভিন্ন সাক্ষাৎকারে বলেন, গোবিন্দ নিজের আশপাশে তাঁবেদার নিয়ে ঘোরাফেরা করে থাকে। তাদের জীবন থেকে না সরাতে পারলে তার কখনই উন্নতি হবে না। গোবিন্দ ক্যারিয়ারে মন দিচ্ছে না। খালি ওর প্রশংসা যারা করছে, তাদের নিয়েই ও সন্তুষ্ট থাকে।
অভিনেতার সাম্প্রতিক পরিস্থিতি দেখে ভক্ত-অনুরাগীদের কেউ কেউ বলেন, এত বড় তারকার এমন অবস্থা। একেই বলে পতন। আবার কেউ কেউ আক্ষেপ করে বলেন, কোটি কোটি টাকার গাড়ি তো গোবিন্দকে আনতে কাউকে পাঠানো হয়নি।

