img

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে এখনো সিনেমাপ্রেমী দর্শকদের মনে কৌতূহলের শেষ নেই। তারা দুজনেই এখন নিজেদের জীবনে অনেকটা এগিয়ে গেছেন। কিন্তু তাদের নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এখনো আলোচনা তুঙ্গে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রযোজক-পরিচালক শৈলেন্দ্র সিংয়ের মুখে উঠে এলো ঐশ্বরিয়া-সালমানের সেই পুরোনো সম্পর্কের নানা কাহিনি। এ তারকা জুটির সম্পর্ক খুব কাছ থেকে দেখেছিলেন বলেও জানিয়েছেন তিনি।

সালমানের সঙ্গে তেমন বন্ধুত্ব না থাকলেও একসময়ে তার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল এ প্রযোজক-পরিচালকের। সেই সম্পর্ক না থাকলেও স্মৃতিগুলো মাঝে মধ্যেই ভিড় করে। শৈলেন্দ্র সিং বলেন, সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ছিল হিংস্র প্রেমের কাহিনি। তখন নায়িকা থাকতেন শচীন টেন্ডুলকারের আবাসনেই। মাঝেই সালমান যাতায়াত করতেন। অনেকেই সেই কাহিনি জানেন। আমি যদিও ঐশ্বরিয়াকে চিনতাম ওর আগের সম্পর্ক থেকে। যদিও কোনো দিন আমাদের বন্ধুত্ব হয়নি বলে জানান শৈলেন্দ্র সিং।

বলি ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়ার প্রেমের কাহিনি নিয়েও আলোচনা করেন পরিচালক। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে খুব বেশি সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা, তা নয়। বরং নিজের ব্যক্তিগত জীবনকে সব কিছুর আড়ালেই রাখতে চাইতেন অভিনেত্রী। 

শৈলেন্দ্র সিং বলেন, সালমানের আগে ঐশ্বরিয়া সম্ভবত সুপার মডেল রাজীব মুলচন্দানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক নিয়ে যে খুব আলোচনা হয়েছিল, তা নয়। এরপর ভাইজানের সঙ্গেও সম্পর্ক হয় এবং পরে বিচ্ছেদ হয় বলে জানান এ প্রযোজক-পরিচালক।

এই বিভাগের আরও খবর