img

বিশ্বের ১২৫টি দেশের মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষে উঠে এসেছে উজবেকিস্তানের তাসখন্দ। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম।

শুক্রবার সকাল ১০টা ৪০ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা তাসখন্দের বায়ুর মান ২৫৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। 

এ ছাড়া ২৩১ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আফগান্তিানের কাবুল।

এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ২২২ স্কোরে এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া ১৯৯ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে এসেছে মিশরের কায়রো ও ১৮৬ স্কোরে ঢাকা। আজ এই দুই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।   

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ