বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ কথা জানান দোলা।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সামিরা আজিম দোলা বলেন, দলের আদর্শ এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। আমার কারণে বিএনপি প্রার্থীর যেন কোনো ক্ষতি না হয় সেই চিন্তা করেই আমি সরে দাঁড়িয়েছি। একই সঙ্গে আমি বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়েছি। এ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

