img

নির্বাচনি প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাসটি কোনো দলের বাসের অনুকরণে সড়কে নামানো হয়নি বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাসটির উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, জামায়াতের প্রচারণা বাসটি অন্য একটি দলের শীর্ষ নেতার ব্যবহৃত বাসের আদলে তৈরি। তবে এসব মন্তব্য নাকচ করেছে দলটি।

এ বিষয়ে জামায়াতের প্রচার বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেন, আমাদের এই প্রচারণা বাসটির কার্যক্রম অন্য দলের ব্যবহৃত বাসের বিপরীত। আমাদের প্রচারণা কার্যক্রমে বৈচিত্র্য আনার জন্য অনেকদিন ধরে নানা পরিকল্পনা নেয়া হয়েছে। তার মধ্যে একটি হলো এই মাল্টিমিডিয়া প্রচারণা বাস৷

বাসের কার্যক্রম বিষয়ে তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণার কাজে বাসটি ব্যবহার করা হবে। নির্দিষ্ট এই কাজের জন্য বাসটিকে নানা বৈশিষ্ট্যে বিশেষায়িত করা হয়েছে।

বাসটি দলীয় প্রধান ডা. শফিকুর রহমানের ব্যবহারের জন্য কিনা এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাসটি শুধুমাত্র প্রচারণা কাজে ব্যবহৃত হবে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট নেতা নয়, বরং প্রচারণার সঙ্গে যুক্ত কর্মীরাও বাসটি ব্যবহার করতে পারবেন।

দলীয় সূত্রে জানা যায়, বাসটির ভেতরে রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া সেটআপ, যার মাধ্যমে ভিডিও, অডিও ও ভিজ্যুয়াল বার্তা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেয়া সম্ভব। বড় স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম থাকায় এটি একটি চলমান প্রচারণা প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।

মাল্টিমিডিয়া বাসটি দক্ষিণ কোরিয়ার নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের একটি জনপ্রিয় মডেলের ওপর ভিত্তি করে তৈরি। বিশেষজ্ঞদের মতে, এটি হুন্দাই ইউনিভার্স নভেল, ইউএক্সএন সিরিজের একটি মিডি-সাইজ বাস। যা সাধারণত দীর্ঘ দূরত্বের আরামদায়ক যাত্রা ও বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্য পরিচিত। এই ধরনের বাসের কাঠামো শক্তিশালী হওয়ায় ভেতরে ভারী মাল্টিমিডিয়া সরঞ্জাম সংযোজন করলেও নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় থাকে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর দেশে আসার পর থেকে লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে ভ্রমণ করছেন। নিরাপত্তার খাতিরে বাসটির জানালাগুলোতে বিশেষ বুলেটপ্রুফ কাঁচ ব্যবহৃত হয়েছে। এটি মূলত শীতাতপ নিয়ন্ত্রিত বুলেটপ্রুফ একটি মিনিবাস। নির্বাচনি প্রচারণায় বিভিন্ন স্থানে যাওয়ার ক্ষেত্রেও তিনি এ বাসটি ব্যবহার করছেন।

এই বিভাগের আরও খবর